ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১ এএম, ৬ মার্চ ২০২৩ সোমবার | আপডেট: ১১:৪৫ এএম, ৬ মার্চ ২০২৩ সোমবার

ইংল্যান্ডের কাছে প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ ইতিমধ্যেই হারিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের চোখমুখে হোয়াইটওয়াশের ভয়। এদিকে টস জিতে ব্যাটিং করতে নামছে তামিম ইকবালের দল।

এ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন। পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে এসেছেন পেসার এবাদত হোসেন। অপরদিকে ইংল্যান্ড দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে।

এখন পর্যন্ত ২৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। এরমধ্যে ১৯টিতে জিতেছে ইংলিশরা। বাংলাদেশের জয় মাত্র ৪টিতে। একমাত্র টেস্ট প্লেয়িং দেশ হিসেবে এখনও বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারেনি ইংল্যান্ড। 

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।
এসএ/