ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৬ ১৪৩১

দুই যুগেও বিচার হয়নি যশোরে উদীচী ট্রাজিডির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০১ পিএম, ৬ মার্চ ২০২৩ সোমবার

যশোরে উদীচী’র সম্মেলনের নৃশংস বোমা হামলার ২৪ বছর আজ। দুই যুগেও হয়নি বর্বরোচিত এ ঘটনার বিচার।

১৯৯৯ সালের এই দিনে যশোর টাউন হল ময়দানে বোমা হামলায় নিহত হন ১০ জন। আহত হয় শতাধিক নারী-পরুষ। 

এ ঘটনায় হত্যা মামলার বিচার কাজ উচ্চ আদালতে আইনী জটিলতার আটকে থাকার কথা জানান যশোরের পাবলিক প্রসিকিউটর। মামলার ২৩ আসামির মধ্যে ৪ জন মারা গেছেন। বাকিরা সবাই জামিনে আছে।

যশোর পাবলিক প্রসিকিউটর (পিপি) এম ইদ্রীস আলী  বলেন, উদীচী হত্যা মামলাটি উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। এই বিষয়ে আমরা উচ্চ আদালতে আকর্ষণ করেছিলাম। কিন্তু আজও এই শুনানি শুরু যায়নি। আপিল শুনানি নিষ্পত্তি না হলে নিম্ন আদালতে বিচার কাজ শুরু করা সম্ভব নয়।

১৯৯৯ সালের ৬ মার্চ রাতে যশোর টাউন হল মাঠে চলছিল উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান। হাজারো দর্শক-শ্রোতা গান শুনছিলেন। হঠাৎ পরপর দুটি গগণবিদারি শব্দ। তারপর সারা মাঠজুড়ে আহাজারি আর কান্নার রোল। 

রক্তে ভেসে যায় টাউন হল মাঠের সবুজ ঘাসে ঢাকা চত্বর। ছড়িয়ে ছিটিয়ে পড়ে মানুষের রক্তাক্ত দেহ।

এএইচ