ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

হৃদবান্ধব খাদ্যতালিকায় ‘সবজি স্টক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২ পিএম, ৭ মার্চ ২০২৩ মঙ্গলবার

সকালের নাশতা, দুপুরের কিংবা রাতের খাবার—যেটাই হোক, অধিকাংশ মানুষই প্রত্যাশা করেন তার জন্যে ডাইনিং টেবিলে সাজানো থাকবে মাছ-মাংস-ডিম-দুধ। সাথে অন্যান্য খাবার। মাছ-মাংস ছাড়া যে দুপুর বা রাতের খাবার হতে পারে এটা অনেকে বিশ্বাসই করতে পারেন না। আর বর্তমান সময়ে শিশু-কিশোরদের অবস্থা তো আরো শোচনীয়। অনেকে তো মুরগির মাংস ছাড়া খেতেই পারে না। মুরগি তার চাই-ই চাই। সাথে সফট ড্রিংকস। শাকসবজি তার কাছে কোনো খাবারই নয়।

অথচ মাছ-মাংস-ডিম-দুধ ছাড়াও যে খাওয়া যায়, শুধু খাওয়া নয়—সুস্থও থাকা যায়, বিশ্বজুড়ে হাজার হাজার ভেগান ও ভেজিটেরিয়ানরাই তার বাস্তব উদাহরণ। শুধু আমেরিকা-ইউরোপেই নয়, হার্ট ক্লাবের অনেক সদস্য আছেন যারা এখন পুরোপুরি ভেগান। মাছ-মাংস-ডিম-দুধ তো খানই না, এমনকি একফোঁটা তেলও খান না। তাদের লক্ষ্য একটাই—এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি ছাড়াই হৃদরোগ নিরাময় করতে চান, অথবা স্থূলতা, ফ্যাটি লিভার ডিজিজ, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস নিরাময় করে ওষুধ ছাড়াই সুস্থ থাকতে চান।

আপনার প্রতিদিনের পরিচিত রেসিপির পাশাপাশি দেশি-বিদেশি অনেক বৈচিত্র্যময় রেসিপি আপনার খাবারের একঘেঁয়েমি দূর করবে, রুচির পরিবর্তন ঘটাবে এবং আপনাকে সার্বিকভাবে পুষ্টি দেবে। এজন্য আমাদের জানতে হবে কোন খাবারগুলো খাওয়া উচিত। আজ আমরা নতুন একটি রেসিপি সম্পর্কে জানবো। আজকের রেসিপি- ‘সবজি স্টক’।
যা যা লাগবে:
পেঁয়াজ (টুকরো) ২ কাপ, পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ, গাজর (টুকরো) ২টি, গোলমরিচ গুঁড়ো, দেড় চা চামচ, ধনেপাতা কুচি ১ কাপ, তেজপাতা ১টি, রসুন কুচি ২ টেবিল চামচ, লবঙ্গ ৪টি, আদা কুচি ১ টেবিল চামচ, পানি ১২ গ্লাস।

প্রস্তুত প্রণালি: 
একটি বড় হাঁড়িতে সবগুলো উপকরণ নিয়ে ফুটান। পানি ফুটে উঠলে আঁচ কমিয়ে দিয়ে ২ ঘণ্টা জ্বাল দিন। ছাঁকনি দিয়ে ছেঁকে পানি আলাদা করুন। ঠান্ডা করে বোতলে ভরে রেফ্রিজারেটরে সংরক্ষণ করুন। সবজি স্টক স্যুপ বা তরকারি রান্নার সময় ব্যবহার করুন। [নিজের পছন্দমতো মৌসুমি সবজি দিয়েও স্টক তৈরি করে রাখতে পারেন]
সূত্র: বই- এনজিওপ্লাস্টি ও বাইপাস সার্জারি ছাড়াই হৃদরোগ নিরাময় ও প্রতিরোধ
এসএ/