ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

মাদারীপুরে দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ৭ মার্চ ২০২৩ মঙ্গলবার

মাদারীপুরে দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিং বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম। এর আগে সোমবার (৬ মার্চ) মাদারীপুরের রাজৈর হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন প্রতারক চক্রের মূলহোতা মাদারীপুরের রাজৈর উপজেলার মধ্য লুন্দি গ্রামের শামছুল হক মিয়ার ছেলে মো: আনিসুর রহমান বাবুল (৩৫) ও একই এলাকার মৃত জয়নাল মিয়ার ছেলে মোঃ হাসিবুল মিয়া (৪২)।

জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম জানান, গ্রেফতারকৃতরা দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের ফোন দিয়ে তাদের নামে অভিযোগ আছে উল্লেখ করে টাকা দাবি করছিলেন। মামলাসহ চাকরির ভয় দেখিয়ে বিভিন্ন সময় বিকাশ এবং নগদের মাধ্যমে এরা টাকা নিতেন। 

পরবর্তীতে জেলা পুলিশের একটি গোয়েন্দা দল তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি ফোন ও দুইটি সিম কার্ড জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ধরনের অপরাধ রুখে দিতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাদারীপুর পুলিশ সুপার মোঃ মাসুদ আলম।

এএইচ