ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

অনুমতি ছাড়া সন্তান নিয়ে দেশ ছাড়তে পারবেন না জাপানি মা এরিকো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা কে নিয়ে মা নাকানো এরিকো আপাতত বিদেশে যেতে পারবেন না বলে জানিয়েছেন আদালত। 

একইসঙ্গে দুই শিশু কার জিম্মায় থাকবে এ সংক্রান্ত আপিল জেলা জজ আদালতকে তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

এ সময় পর্যন্ত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা যেভাবে আছে সেভাবেই থাকবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

পিটিশন ও একটি এক্সপাঞ্জ চেয়ে আবেদন করেছিলেন জাপানি মা। আগে একটি আদেশ ছিল আপিল বিভাগের অনুমতি ছাড়া দুই সন্তানকে দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে না। 

এসবি/