ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে লাশ হলেন স্বামী

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৪:২২ পিএম, ১৪ মার্চ ২০২৩ মঙ্গলবার

সন্তান প্রস্রাবের জন্য গর্ভবতী স্ত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনদিন আগে ভর্তি করেছিলেন জাহিদ হাসান আকাশ। স্ত্রীর কাছেই ছিলেন তিনি। এ সময় মৌমাছির কামড়ে হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পরেন জাহিদ। 

এ খবরে স্ত্রী অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার ভোরে যশোরের ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনাটি ঘটে। নিহত জাহিদ হাসান আকাশ (২৫) ঝিকরগাছার পায়রাডাঙ্গা গ্রামের জাকির হোসেনের ছেলে।

নিহতের ছোট ভাই রাহুল হোসেন বলেন, ভাই সন্তান সম্ভাবা ভাবীকে দেখভালের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। ভোরে হাসপাতালের ভেতরে কয়েকটি মৌমাছির কামড়ে গুরুতর অসুস্থ হন। জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রাহুল আরও বলেন, মৌমাছির কামড়ের পর ভাই স্ট্রোক করে মারা যান। মৌমাছি ভাবিকেও কামড়িয়েছিল, তিনি এখন সুস্থ আছেন। 

অন্যদিকে, আজই অপারেশন করার কথা ছিলো আকাশের স্ত্রী পিংকির। স্বামীকে হারিয়ে স্তব্ধ হয়ে পরেছেন তিনি। অপারেশনের কথা ভুলে তিনি স্বামী হারানোর শোকে পাথর হয়ে গেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশিদুল আলম বলেন, ভোর পাঁচটার সময়ে আকাশ গুরুতর অসুস্থ হলে সেবিকারা কর্তব্যরত ডাক্তারকে জানান। কিন্তু তখন রোগীর অবস্থা খুব খারাপ ছিল এবং কেউ বলতে পারেননি কিসে কামড়িয়েছে। তখনই তিনি মারা যান। 

এএইচ