ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

রাজারবাগে অত্যাধুনিক জিমনেশিয়াম ‘ফিটনেস স্টুডিও’ উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৩ বুধবার

খেলোয়াড়দের শরীর ফিট রাখার জন্য রাজারবাগে অত্যাধুনিক জিমনেশিয়াম ‘ফিটনেস স্টুডিও’ উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম। বুধবার (১৫ মার্চ) সকালে রাজারবাগে এ জিমনেশিয়াম উদ্বোধন করেন তিনি।

এ ‘ফিটনেস স্টুডিও’ তে ডিএমপির নারী, পুরুষ খেলোয়াড়গণ ভিন্ন সময়ে শরীর চর্চা করতে পারবেন।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ বিভিন্ন টিমের খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন

কমিশনার বলেন, খেলাধুলা আমাদের অপশনাল কাজ, আমাদের মূল কাজ ঢাকা শহরের আইন-শৃঙ্খলা রক্ষা করা। এজন্য আমাদের শরীর ফিট রাখতে হবে। আর শরীর ফিট রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই।

তিনি বলেন, ডিএমপি বাংলাদেশের সেরা পুলিশ ইউনিট। খেলাধুলায় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনসহ যেকোনো ক্রাইসিস মোকাবেলায় ডিএমপি তাদের দক্ষতার স্বাক্ষর রাখবে। এসময় তিনি কীভাবে আরো দায়িত্বশীলভাবে ডিউটি করতে হবে, মানুষের মানসিক অবস্থা বুঝে কীভাবে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট করতে হবে, এ সম্পর্কে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি ডিএমপির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২১টি ইভেন্টের ১ম, ২য় ও ৩য় বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করেন। এছাড়া ডিএমপির পুলিশ সদস্য ইসা ফয়সাল বাংলাদেশ জাতীয় ফুটবল দলে চান্স পাওয়ায় তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ বিভিন্ন টিমের খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
কেআই//