ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

আরাভ খানকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১৮ মার্চ ২০২৩ শনিবার | আপডেট: ০২:৪০ পিএম, ১৮ মার্চ ২০২৩ শনিবার

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 

শনিবার জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির আলোচনা সভা শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে একথা বলেন মন্ত্রী। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরাভ কিভাবে পালিয়ে বিদেশে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বিরুদ্ধে প্রমাণ ছাড়া কিছু অভিযোগ করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। 

এএইচ