ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২০ মার্চ ২০২৩ সোমবার | আপডেট: ০২:১৯ পিএম, ২০ মার্চ ২০২৩ সোমবার

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। সিলেটে টস জিতে এদিনও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড দলপতি আন্দ্রে বালবার্নি।

এই ম্যাচে টাইগার একাদশে পরিবর্তন আনা হয়েছে। মুস্তাফিজের বদলে খেলবেন পেসার হাসান মাহমুদ। 

প্রথম ওয়ানডের রেকর্ড জয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচেও আগ্রাসি ক্রিকেট খেলে আগেভাগেই সিরিজ পকেটে পুরতে চায় স্বাগতিকরা।

এদিকে প্রথম ম্যাচের ভুল শুধরে সিরিজে ফিরতে নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়াই করার প্রত্যয়ে মাঠে নামছে আয়ারল্যান্ড।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, ইযাসির আলী রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং, স্টিফেন দোহেনি, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেকটর, লরকান টাকার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডেয়ার, ম্যাথিউ হাম্প্রিস, গ্রাহাম হিউম।

এএইচ