ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

ফ্রান্সে বিক্ষোভ বাড়ছেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০ এএম, ২৪ মার্চ ২০২৩ শুক্রবার

অবসরকালীন বয়সসীমা বাড়ানোর প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ বাড়ছে। বৃহস্পতিবারের বিক্ষোভে একলাখেরও বেশি মানুষ অংশ নেয়। 

দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে ৮০ বিক্ষোভকারীকে। ব্রডেক্স শহরের টাউন হলের সামনের দরজায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

প্যারিসে বিক্ষোভকারীরা আবর্জনা স্তূপ করে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। বিভিন্ন দোকানের দরজা, জানালা ও সড়কের আসবাব ভাংচুর চালায় আন্দোলনকারীরা।

আক্রান্ত হয় ম্যাকডোনাল্ডসের একটি রেঁস্তোরা।  প্যারিসের প্রধান সড়কগুলো ঘেরাও করে রেখেছে পুলিশ। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভে যোগ দিয়েছেন দেশটির বামপন্থি নেতারাও।

এসবি/