ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

পানির নিচে হামলায় সক্ষম ড্রোনের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২৪ মার্চ ২০২৩ শুক্রবার

পানির নিচে পারমাণবিক হামলায় সক্ষম ড্রোনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। 

প্রেসিডেন্ট কিম জং উনের নির্দেশনায় এ পরীক্ষা চালানো হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম  কেসিএনএ জানিয়েছে।

খবরে বলা হয়, মহড়া চলাকালীন ড্রোনটিকে দক্ষিণ হামগিয়ং প্রদেশের পানিতে রাখা হয়েছিল। বিস্ফোরণের আগে প্রায় ৮০ থেকে ১শ’ ৫০ মিটার গভীরতায় ৫৯ ঘণ্টা ১২ মিনিট ধরে পানির নিচ দিয়ে চলে এটি।

সম্প্রতি সিউল এবং ওয়াশিংটন ফ্রিডম শিল্ড নামে ১০ দিনব্যাপী যে মহড়া শুরু করে, তাকে হামলার প্রস্তুতি হিসেবে দেখছে উত্তর কোরিয়া। এরই প্রতিক্রিয়া হিসেবে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং।

এসবি/