ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৫ ১৪৩১

গাজীপুরে চাঞ্চল্যকর কলেজছাত্র হত্যাসহ ডাকাতির রহস্য উদঘাটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২৫ মার্চ ২০২৩ শনিবার

গাজীপুরে মহানগরে কলেজছাত্রের হত্যাসহ ডাকাতি রহস্য উদঘাটন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায়  ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ডিবি (মিডিয়া) মোহাম্মদ ইব্রাহিম খান।

পুলিশ জানায়, গত ১৩ মার্চ গাজীপুরের সদর থানার দক্ষিণ সালনা এলাকায় রাত তিনটায় অজ্ঞাতনামা ডাকাত দল ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে জানালার গ্রীল কেটে রুমে প্রবেশ করে। অস্ত্রের ভয় দেখিয়ে কলেজছাত্রের মাকে হাত পা বেঁধে কলেজ মাহিউস সুনান চৌধুরীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে এবং নগদ ২৫ হাজার টাকাসহ আনুমানিক ৬ লাখ ৭৫ হাজার ৫শ’ টাকার মূল্যের অলঙ্কার নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। 

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাসহ ডাকাতির অভিযুক্ত প্রধান আবু তাহেরকে ঢাকার খিলক্ষেত থেকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে ঘটনাস্থলের পাশে ধান ক্ষেতের ভেতর থেকে জানালার গ্রীলকাটায় ব্যবহৃত লোহার কাটার উদ্ধার করে। 

এ ঘটনায় গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

এএইচ