ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত ২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪ এএম, ২৬ মার্চ ২০২৩ রবিবার | আপডেট: ০৮:৫৫ এএম, ২৬ মার্চ ২০২৩ রবিবার

যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছে। কয়েকটি শহরে গাছ উপড়ে এবং ভবনধসে চাপা পড়েছেন অনেকে।

ঝড়ের আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রাজ্যের কয়েকটি গ্রামীণ শহর। এছাড়া গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎহীন রয়েছে কয়েক হাজার ঘর-বাড়ি।

টর্নেডোর প্রভাবে শিলা বৃষ্টি ও ভারী বর্ষণে বিপর্যস্ত রাজ্যটির জনজীবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমাঞ্চলীয় শহর রোলিং ফর্ক।  

ক্ষতিগ্রস্ত এলাকায় ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরুর কথা জানিয়েছেন মিসিসিপির গভর্নর তাতে রিভেস। রাজ্যটিতে আরও একাধিক শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

রোলিং ফোর্কের মেয়র এলড্রিজ ওয়াকার জানান, তাঁর ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় তিনি বাইরে যেতে পারেননি। জরুরি বিভাগের কর্মীরা আহত লোকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

এক হাজার ৭০০ বাসিন্দার এই শহর টর্নেডোর আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রোলিং ফোর্কের এক বাসিন্দা সিএনএনকে বলেন, ‘আমার শহর শেষ হয়ে গেছে।’

এই শহরে ১২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আরও অনেকে ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছে।

এএইচ