ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

দৈনিক ইত্তেহাদ পত্রিকায় যুক্ত হয়েছিলেন শেখ মুজিব

ড. অখিল পোদ্দার

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ২৮ মার্চ ২০২৩ মঙ্গলবার

কলকাতার ইসলামিয়া কলেজে ছাত্র থাকাকালীন তিনি দৈনিক ইত্তেহাদ পত্রিকায় যুক্ত হয়েছিলেন নিবিড়ভাবে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পরও দৈনিক ইত্তেহাদ প্রকাশ হতো কলকাতা থেকে। শেখ মুজিব ঢাকায় ফিরে পত্রিকাটির সার্কুলেশন ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। পূর্ব বাংলায় এজেন্ট নিয়োগ করে দৈনিক ইত্তেহাদের প্রচার ও প্রসারে ব্যাপক ভূমিকা রাখেন মুজিব। কলকাতা থেকে প্রকাশ হতো বলে তৎকালীন খাজা নাজিমউদ্দিনের সরকার পত্রিকাটির প্রচার নিষিদ্ধ করে। 

দৈনিক ইত্তেহাদ পত্রিকায় শেখ মুজিবের সাংবাদিকতার প্রসঙ্গ এসেছে সঙ্গত কারণেই। ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে দলের মুখপাত্র হিসেবে সাপ্তাহিক ইত্তেফাক প্রকাশ হয়। মাওলানা ভাসানী ছিলেন সম্পাদক। প্রকাশক ছিলেন ইয়ার মোহাম্মদ খান। পত্রিকাটি পরিচালনা করতেন তফাজ্জল হোসেন মানিক মিয়া। সাপ্তাহিক ইত্তেফাকের খরচ জোটাতেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও ইয়ার মোহাম্মদ খান। আর দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শেখ মুজিবুর রহমান ইত্তেফাক বিক্রির কাজ করতেন ঢাকায়।

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com