ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

দু’বছর কারাগারের অন্ধকারে থাকতে হয় শেখ মুজিবকে

ড. অখিল পোদ্দার,

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ২৯ মার্চ ২০২৩ বুধবার

১৯৪৯ সালে পূর্ব বাংলায় দুর্ভিক্ষ শুরু হলে খাদ্যের দাবিতে আন্দোলন গড়ে তোলেন শেখ মুজিবুর রহমান। আগেও বলেছি, তাঁর ছিল অদম্য সাহস আর রাজনৈতিক প্রজ্ঞা। 

১৯৪৯ সালের ১১ অক্টোবর ঢাকার আরমানিটোলা ময়দানে অনুষ্ঠিত জনসভায় তিনি বক্তৃতা করেন। পরে মিছিল বের করলে সেটি অপরাধ হিসেবে গণ্য করে পুলিশ। মামলা হলে শেখ মুজিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজতে থাকে। দলের সভাপতি মওলানা হামিদ খান ভাসানী পরামর্শ দেন লাহোরে গিয়ে সোহরাওয়ার্দীর সঙ্গে দেখা করতে। 

শেখ মুজিব লাহোরে গেছেন ১৯৪৯ সালের ১৫ অক্টোবর রাতে। এক মাস থেকে সেখান থেকে ফিরে আসেন নভেম্বরের শেষ দিকে। আবারও গ্রেফতার হন তিনি। দিনটি ছিল ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর। এই জেলজীবন ছিল বেশ লম্বা। একটানা দু’বছর কারাগারের অন্ধকারে থাকতে হয় মুজিবকে। তবু এতোটুকু মাথা নোয়াননি অন্যায়ের কাছে অত্যাচারের কাছে। 

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com