ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪,   বৈশাখ ২৭ ১৪৩১

ইচ্ছেতন্ত্র

নাজমুল হক রাইয়ান 

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১ এপ্রিল ২০২৩ শনিবার | আপডেট: ০৬:৪৪ পিএম, ১ এপ্রিল ২০২৩ শনিবার

বলিও না কথা কভু তুমি মুখ খুলে,
একেবারে নেব তবে চামড়া তুলে।
ভদ্রতা শিখে নাও, বল নাকো কথা,
কেন কর সব নিয়ে, এতো মাথা ব্যথা?
মাথাটাই যদি তবে, না ই বা থাকে!
তোমার এতো কথা শুনাবে কাকে?
বলি তাই চুপ থাকো সবে সব জানে,
চোখে দাও চশমা তুলো দাও কানে।
মনে রেখো কথাকটা বলি আমি যা,
চোখ আর কান দুটো তোমার তো না।
বেঁচে আছ এই বেশি, মনে মনে বল,
দেখে শুনে মুখ গুঁজে পাশ দিয়ে চল।
আমি দেখো কত ভালো শান্ত থাকি,
দুবেলা খুব করে প্রভুকে ডাকি।
প্রভু যদি সারা দেয় তবে হবে দেখা,
না হয় সব মেনে নাও ভাগ্যে লেখা।