ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

ভোলায় তুলার গুদামসহ তিনটি বসতঘর ভষ্মিভূত, মৃত্যু ১

ভোলা প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৪৮ এএম, ৪ এপ্রিল ২০২৩ মঙ্গলবার

ভোলার শহরের ওয়েস্টার্ন পাড়ায়  আগুন লেগে তুলার গুদামসহ তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফয়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নেভাতে গিয়ে ইব্রাহিম (৪৫) নামে একজনের মৃত্যু। 

সোমবার রাতে সাগর বেকারি এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ধোয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে ওই এলাকার আলী হোসেন নামে এক ব্যবসায়ীর তুলার গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে এলাকাবাসী সেটি নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কিন্তু ততক্ষণে গোডাউনসহ ‌তিনটি ঘর পুড়ে যায়। আগুন নেভাতে জেলা পুলিশের কয়েকটি টিমও কাজ করে। কী পরিমাণ ক্ষতি এ ঘটনায় হয়েছে সেটির তালিকা করছে ফায়ার সার্ভিস।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবদুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন লেগে কারও মৃত্যু হয়নি। তবে ইব্রাহিম নামে এক ব্যক্তি আগুন দেখতে এসে মারা গেছেন।

এএইচ