ঢাকা, মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৪ ১৪৩২

‘পলাতক তারেক-জোবায়দার আইনি লড়াইয়ের সুযোগ নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১০ এপ্রিল ২০২৩ সোমবার | আপডেট: ১২:৫২ পিএম, ১০ এপ্রিল ২০২৩ সোমবার

পলাতক থাকার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের আইনি লড়াইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। 

এর আগে গত ২৯ মার্চ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক ও জোবায়দার অভিযোগ গঠনের শুনানিতে বিদেশ থেকে মামলা পরিচালনার আবেদন করা হয় আসামিদের পক্ষে। 

জ্ঞাত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে মামলাটি করে দুদক। 

তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা ইকবাল মান্দ বানুকে মামলায় আসামি করা হয়। 

এএইচ