ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

বঙ্গবাজারে আগুনের প্রভাব পড়েছে ঈদ বাজারে (ভিডিও)

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার

এবার ঈদের পোশাকের দাম চড়া। তাই নিত্যপণ্যের বাজারের মতো ঈদের কেনাকাটায়ও বাজেট কাটছাট করতে হচ্ছে। এরইমধ্যে বিভিন্নস্থানে বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। দামের সঙ্গে সমন্বয় করে কিনছেন পছন্দের পোশাক, জুতো ও অন্যান্য সামগ্রী। 

রাজশাহীর বিপণী বিতানগুলোতে বেড়েছে ক্রেতার ভিড়। তবে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির ধাক্কা লেগেছে ঈদ পোষাকের বাজারেও। দোকানে বৈচিত্র্যময় পোশাকের সংগ্রহ থাকলেও বিক্রি কম, বলছেন বিক্রেতারা।

ব্যবসায়ীরা জানান, নতুন কিছু ডিজাইনের পোশাক এসেছে। তবে দাম একটু বেশি। ক্রেতার ক্রয় সক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এ জন্য ভীড় হলেও বেচাকেনা কম।

বঙ্গবাজারের আগুনের প্রভাবও পড়েছে রাজশাহীর ঈদ বাজারে। 

ব্যবসায়ীরা জানান, আমরা যদি মাল না আনতে পারি তাহলে ক্রেতাদের কাছে বিক্রি করতে পারছিনা। 

রাজশাহীর জনপ্রিয় বিপণী বিতান আরডিএ মার্কেট। নিম্ন ও মধ্যম আয়ের মানুষ সাচ্ছন্দে কেনাকাটায় আসেন এ মার্কেটে। তবে ক্রেতারা বলছেন, এবার দাম বেশি হওয়ায় চাহিদা তুলনায় কিনতে হচ্ছে কম।

ক্রেতারা বলেন, “দামটা কম হলে আরও দুটি বেশি কিনতে পারতাম। গতবারের চেয়ে প্রতিটা পণ্যে ৩ থেকে ৪শ’ টাকা বেশি।”

খুলনায়ও ঈদের বাজার বেশ জমেছে। এবছর সিল্ক আর জামদানি শাড়ির চাহিদা বেশি। দোকানগুলোতে শোভা পাচ্ছে বাহারি ডিজাইনের পাঞ্জাবি। 

তবে ক্রেতারা বলছেন, এবার দামটা একটু বেশি। 

ক্রেতারা জানান, পছন্দ মতো পণ্য কিনতে পারছিনা। গত বছরের চেয়ে দামটা বেশি। 

মাগুরার শপিং কমপ্লেক্স ও মার্কেটগুলোতে ঈদের কেনাকাটা শুরু হয়েছে। পোশাকের পাশাপাশি জুতার দোকানগুলোতেও ভিড় করছেন ক্রেতারা।

সামনের দিনগুলোতে বিক্রি বাড়বে বলে আশা ব্যবসায়ীদের।

এএইচ