ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪,   শ্রাবণ ১১ ১৪৩১

ট্রেন দুর্ঘটনা: এখনও চলছে ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার কাজ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১৭ এপ্রিল ২০২৩ সোমবার

ঢাকা-চট্রগ্রাম রেলপথের কুমিল্লা হাসানপুর রেলস্টেশনে দুর্ঘটনায় বগি উদ্ধারের কাজ এখনও চলছে। রাতেই লাকসাম ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।

স্টেশনের ডাউন মেইন লাইনে পড়ে থাকা বগি সরিয়ে নিলে ঐ লাইনটি ট্রেন চলাচলের উপযোগী হয়। এতে করে ডাউন লাইনে আটকাপড়া ট্রেনগুলো রাতেই ক্রমান্বয়ে গন্তব্যে উদ্দেশ্য যাত্রা করে। 

ট্রেন এক্সামিনার এসএম আক্তার হোসেন এবং হাসানপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মং মারমা জানান, এখন রেল লাইনের পাশে পড়ে থাকা বাকী বগিগুলো রেল লাইনের উপর উঠিয়ে রাখা এবং আপলাইনে পড়ে থাকা বগি সরানোর কাজ চলছে। 

এদিকে অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ও চট্টগ্রাম বিভাগীয় রেল কর্মকর্তার পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতরাত থেকেই তদন্ত কমিটির কাজ চলছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম। 

রোববার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটির একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

এএইচ