ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৩ এএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৯ জন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসাঁড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকল হওয়া একটি ট্রাকে পেছন থেকে শরিয়তপুরগামী পদ্মা ট্রাভলস নামের বাসটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। 

আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারহানা জানান, হাসপাতালে যাদের আনা হয়েছে তাদের মধ্যে দুজন নিহত রয়েছেন। আহত ১৮ জনের মধ্যে ৪ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। 

নিহতরা হলেন শরীয়তপুরের সখিপুর উপজেলার সাইফুল (৩৫) ও হাজেরা খাতুন (৬০), নড়িয়া উপজেলার মো. আরিফ কাজি। তবে নিহত আরেক নারীর পরিচয় জানা যায়নি।

এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ১৯ জন। 

তারা হলেন- বিউটি (২৫), তাহিরা (১৫), আকাশ পাটোয়ারি (২৫), বিথী (৩০), আরিফ (২০), রাসেল (২৫), চাঁপা (১০), মারিয়া (১), সাকিরা (৩০), সুলতান (৩০), আকাশ (২০), শামীম (২০), সেলিম (৩০), বাশার (২৫), বিল্লাল (২৫), জান্নাত (২০), সালাউদ্দিন, সেলিম (১৯) ও আরিফ (২৭)।

নিহত হাজেরা বেগম ও সাইফুল ইসলামের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ