ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৬ ১৪৩১

এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক: আইজিপি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০১:৫২ পিএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

পদ্মা সেতু চালু ও সড়ক পরিস্থিতি ভাল থাকার পাশাপাশি পুলিশের সমন্বিত উদ্যোগ নেয়ার কারণে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন আইজিপি।

পুলিশ মহাপরিদর্শক বলেন, নির্ধারিত সময়ে সাধারণ মানুষ যেন গন্তব্যে যেতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে একসাথে কাজ করছে। পদ্মা সেতু চালু ও মহাসড়ক ভালো থাকা এবং পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার কারণে যানজট পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসময় তার সঙ্গে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আতিকুল ইসলাম, হাইওয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন,  গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এএইচ