ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

বঙ্গবন্ধু সেতুতে চাপ বেড়েছে উত্তরবঙ্গগামী যানবাহনের

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০২:০৪ পিএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের  চাপ বেড়েছে। তবে এখন পর্যন্ত গাড়ি চলছে স্বাভাবিক গতিতে।

বৃহস্পতিবার সকাল থেকেই এই মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। ঈদে ঘরমুখো মানুষ নাড়ির টানে বাড়ি ফিরছে।

মহাসড়কে উত্তরবঙ্গের দিকে গাড়িগুলোর চাপ বেশি এবং উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে গাড়িগুলো অনেকাংশে খালি অবস্থায় যাচ্ছে। এজন্য উত্তরবঙ্গগামী যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতুর দিকে যানবাহনের দীর্ঘসারি হয়েছে। 

যাত্রীরা জানান, গাড়ির চাপ আছে, ভাড়াও অনেক বেশি নিচ্ছে। ১০০ টাকার ভাড়া চাচ্ছে ৩০০ টাকা। 

মহাসড়কে যাবাহন চলাচল স্বাভাবিক রাখতে গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়কে ৭০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ১৬টি জেলাসহ বিভিন্ন জেলার ৯৮টি রুটের যানবাহন চলাচল করছে। 

তবে এবার পদ্মা সেতু উদ্বোধনের ফলে এ মহাসড়কে কিছুটা যান চলাচল কম হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এএইচ