ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

দর্শনার্থীর পদচারণায় মুখর দেশের পর্যটন কেন্দ্রগুলো (ভিডিও)

 প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১১:৫৫ এএম, ২৫ এপ্রিল ২০২৩ মঙ্গলবার

ঈদের টানা ছুটিতে দর্শনার্থীর পদচারণায় মুখর দেশের পর্যটন কেন্দ্র। প্রিয়জনের সাথে কিছু ভালো সময় কাটাতে পর্যটকরা বেছে নিয়েছেন পছন্দের স্পটগুলো। আর দর্শনার্থীর নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ, লাইফ গার্ড, হোটেল রিসোর্ট ও বিনোদন কেন্দ্র কর্তৃপক্ষ।

হাজারো পর্যটকের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। সাগরের বিশাল ঢেউয়ে আছড়ে পড়ছেন আবার টিউব নিয়ে সাঁতার কাটছেন। একইসাথে জেড স্কিতে ঘুরছেন নীল জলরাশিতে।

হোটেল-মোটেল ও পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উৎসবকে কেন্দ্র করে কয়েক দিনে ২ লাখের বেশি পর্যটকের সমাগম ঘটেছে। 

পর্যটকরা জানান, ঢাকায় ভীষণ গরম তাই এখানে এসে খুবই জমা করছি।

কক্সবাজার পর্যটন ব্যবসায়ী মো. আবদুর রহমান বলেন, “এবারের ঈদটা আমাদের ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত একটা বোনাস। কেননা পর্যটন মৌসুম শেষের দিকে ঈদটা শুরু হয়েছে।”

এদিকে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক লাইফ গার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ । 

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, “এখানে তিনটা পয়েন্টেই আমাদের স্ট্যান্ডিং বাহিনী রয়েছে। এর বাইরে একটা মেডিক্যাল টিম রাখা হয়েছে।”

কক্সবাজার সমুদ্রসৈকত ছাড়াও পর্যটকরা ঘুরছেন হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক ও মেরিন ড্রাইভসহ বিভিন্ন কেন্দ্রে।

এদিকে, নরসিংদীর ড্রিম হলিডে পার্কে উপচে পড়া ভিড়। ২৫টি রাইডে চড়তে পেরে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। তাদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। 

হাজারো দর্শনার্থীর পদচারনায় মুখরিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জাতীয় উদ্যানের শালবন ও ঐতিহাসিক আশুরার বিল। বিলের আঁকাবাঁকা আকৃতির শেখ ফজিলাতুন্নেছা মুজিব কাঠের সেতু ও জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন ভ্রমণপিপাসুরা।

মৌলভীবাজারে বিনোদন কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক পর্যটকের ভিড়। তবে বাইরের পর্যটকদের উপস্থিতি কম থাকায় হোটেল রিসোর্টের ব্যবসা এবার কিছুটা মন্দা।

এএইচ