ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ২ ১৪৩১

কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ৪ মে ২০২৩ বৃহস্পতিবার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাধন সরকার (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ মে) সকালে এ তথ্য নিশ্চিত করছেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান।
 
নিহত বাধন উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে। সে বাধন কাশিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত বাধন বুধবার দিবাগত রাত ১২ টার দিকে বাড়িতে বিদ্যুতের কাজ করছিল। এসময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় বাধন। পরে পরিবারের লোকজন তাকে দ্রত নাগেশ্বরী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
 
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, নিহত বাধন বাড়িতে বৈদ্যুতিক লাইট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এমএম/