ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৬ ১৪৩১

পাগলা মসজিদের সিন্দুকে পাওয়া গেল রেকর্ড পরিমাণ টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬ এএম, ৭ মে ২০২৩ রবিবার

কিশোরগঞ্জের ঐহিত্যবাহী পাগলা মসজিদের আটটি দানের সিন্দুক খুলে এবার পাওয়া গেছে ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা। নগদ টাকা ছাড়াও দানবাক্সে পাওয়া গেছে বৈদেশিক মূদ্রা ও সোনা-রূপার গহনাও। যা পাগলা মসজিদের ইতিহাসে সর্বোচ্চ।

শনিবার সকালে জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মসজিদ কমিটির সদস্য এবং ব্যাংক কর্মকর্তাদের সামনে এ সিন্দুকগুলো খোলা হয়। 

এবার ৪ মাস পর দানবাক্স খুলে এযাবৎকালের রেকর্ড ১৯ বস্তা টাকা পাওয়া যায়। সকাল থেকে রাত পর্যন্ত প্রায় দুইশ’ মানুষ এই টাকা গোনার কাজ করেন। 

একই সঙ্গে ব্যাংকের লোকজন মেশিন দিয়ে টাকাগুলো আবার গণনা করেন। 

এর আগে গত জানুয়ারি মাসের ৭ তারিখে খোলা হয়েছিল সিন্দুক। তখন পাওয়া যায় ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা। তখন সেটিই ছিল পাগলা মসজিদের সিন্দুকে পাওয়া সর্বোচ্চ পরিমাণ টাকা। এবার সেই রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল দানের টাকা।

উল্লেখ্য, পাগলা মসজিদের ব্যাংকে গচ্ছিত টাকা থেকে আসা লভ্যাংশ অসহায়-দুস্থ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হয়।

এএইচ