ঢাকা, বৃহস্পতিবার   ৩০ অক্টোবর ২০২৫,   কার্তিক ১৫ ১৪৩২

বরগুনায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৫ এএম, ৮ মে ২০২৩ সোমবার

“আমরা সকল কাজই আন্তরিকভাবে করি” এই প্রতিপাদ্য নিয়ে বরগুনায় জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‌্যালির মধ্যে দিয়ে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।

সোমবার (৮ মে) সকাল ৯টায় রেড ক্রিসেন্ট অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

র‌্যালিতে যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। 

এর আগে রেড ক্রিসেন্ট বিদ্যানিকেতন স্কুল মাঠে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করে এই দিবসের উদ্বোধন করেন বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির এবং সেক্রেটারী অ্যাডভোকেট অব্দুল মোতালেব।

এএইচ