ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪,   ভাদ্র ২৫ ১৪৩১

টেবিল ঘড়ি প্রতীকে লড়বেন জাহাঙ্গীর আলমের মা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক পেলেন আট মেয়র প্রার্থী। টেবিল ঘড়ি প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক মেয়র (বরখাস্ত) জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।

মঙ্গলবার সকাল থেকে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

এসময়ে আলোচিত মেয়র প্রার্থী বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনকে টেবিল ঘড়ি প্রতীক বরাদ্দ দেন। এছাড়া আওয়ামী লীগের আজমত উল্লা খান নৌকা, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন লাঙ্গল, গণফ্রন্টের  আতিকুল ইসলাম মাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আতাউর রহমান হাত পাখা ও জাকের পার্টির রাজু আহাম্মেদ গোলাপ ফুল এবং স্বতন্ত্র প্রার্থী সরকার শাহ নূর ইসলাম রনি হাতি ও হারুন অর রশিদ ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন। 

আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। ভোটের লড়াইয়ে ৮ মেয়র প্রার্থী ছাড়া সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৩৯ জন ও সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭৭ জন প্রার্থী। 

প্রতীক প্রদানের পর থেকেই প্রচার প্রচারণায় মেতে ওঠেছে প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কাজ করছে নির্বাচন কমিশন।

গাজীপুর সিটিতে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এখানে ভোটকেন্দ্র ৪৮০টি।

প্রসঙ্গত, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ।

এএইচ