ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

অধ্যাপক এম. এ. বাকী খলীলী ব্যাংক এশিয়ার রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৮ পিএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৬:২০ পিএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার

অধ্যাপক এম. এ. বাকী খলীলী সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংক এশিয়ার বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংক এশিয়ার একজন স্বতন্ত্র পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্সে বি.কম (সম্মান) ও এম.কম সম্পন্ন করে ১৯৭৫ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটি থেকে ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্টে ১৯৮৭ সালে এমএসসি এবং ১৯৯১ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। 

ঢাকা বিশ^বিদ্যালয়ে ৩৭ বছরের সফল শিক্ষকতা শেষে ২০১২ সালে তিনি অবসর গ্রহণ করেন। অধ্যাপক খলীলী একজন প্রখ্যাত শিক্ষাবিদ, প্রথিতযশা অর্থনীতিবিদ এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে আর্থিক খাতের সুপরিচিত বিশেষজ্ঞ। গ্রামীণ অর্থায়ন, আর্থিক অন্তর্ভুক্তি, এসএমই ডেভেলপমেন্ট এবং মাইক্রোফাইন্যান্স এর উপর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার বেশকিছু প্রকাশনা রয়েছে। এছাড়া লেখক/সহ-লেখক হিসেবে রয়েছে বিভিন্ন ধরণের বই এবং গবেষণা প্রবন্ধ। 

শিক্ষকতা পেশার বাইরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসনিক পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে অন্যতম ইন্সস্টিটিউট অব মাইক্রোফাইন্যান্স এর পরিচালক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. এর পরিচালক। দীর্ঘ কর্মজীবনে পেশাগত কাজে তিনি বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। অধ্যাপক খলীলী বর্তমানে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ব্যবসায়
প্রশাসন বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। 
কেআই//