ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩০ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের অভিষেক ও শপথ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২ পিএম, ১৫ মে ২০২৩ সোমবার

বর্ণাঢ্য আয়োজনে ফ্লোরিডা আওয়ামী লীগের অভিষেক, শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লানটানা শহরের আমেরিকান জার্মান ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের নবনির্বাচিত সাধারন সম্পাদক মুজিব উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযাদ্ধা নান্নু আহমেদ। 

সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্বা এম ফযলুর রহমান। সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক নিজাম চৌধুরী প্রধান বক্তা এবং বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা মো. আলী মানিক। 

এতে আরো বক্তব্য রাখেন, ষ্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি নাফিজ জুয়েল, এম রহমান জহির, যুগ্ন-সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম খান, সম্পাদক মন্ডলির সদস্য মিম খান , এরিনা খান, আসমা আক্তার রুবি, আয়শা সিদ্দীক, ডেমোক্রেটিক পার্টির জুনায়েদ আক্তার। 

সভায় আরো উপস্থিতি ছিলেন, ষ্টেট আওয়ামী লীগ এর সহ-সভাপতি সালমা রহমান মিনু, ইন্জিনিয়ার একরামুল ভুইয়া, রানা খান, লিটন খান, উসমান চৌধুরী অপু, যুগ্ন-সাধারণ সম্পাদক আনেয়ার খান দিপু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, ইফতেখার হোসেন রিংকু,  মহিলা আওয়ামীলীগের সভাপতি জিমী খান, যুবমহিলা লীগের সভাপতি চেমন উদ্দীন প্রমুখ।

এর আগে শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন সাদ উদ্দীন। পরে অনুষ্ঠানের প্রথম পর্বে বেলুন উড়িয়ে আমন্ত্রিত অতিথিরা অভিষেক পর্ব উদ্বোধন করেন।

আলোচনায় সভায় প্রধান অতিথি ফজলুর রহমান যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের যাত্রা শুরুর স্মৃতিচারণ করেন। বাংলাদেশে আগামী নির্বাচনে কাজ করার জন্য বিশজন সদস্যের টিম করার জন্য ফ্লোরিডা আওয়ামীলীগ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।  

প্রধান বক্তা নিজাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই ফ্লোরিডা আওয়ামী লীগের কমিটি হয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য প্রবাসীদের মাঝে তুলে ধরতে এবং আগামী নির্বাচনে সকলকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। 

বিশেষ অতিথি ডা: মানিক বলেন বঙ্গবন্ধু সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন  রুবি রউফ, বাপ্পি। মনি আব্বাস এবং সালমা রহমান মিনুর পরিচালনায় গীতি আলেখ্য সেনার তরী পরিবেশিত হয়। এতে অংশগ্রহন করেন মিম, এরিনা, দিপু, ফুয়াদ, পল্লব, আয়শা, জেমি, ডলি, লিনা, রুবি রউফ।
কেআই//