ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩০ ১৪৩১

মার্টিনেজের গোলে ১৩ বছর পর ফাইনালে ইন্টার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০ এএম, ১৭ মে ২০২৩ বুধবার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠলো ইন্টার মিলান। প্রথম লেগে ২-০ ব্যবধানে জেতা দলটি ৩-০ গোলের অগ্রগামিতায় জায়গা করে নিয়েছে শিরোপা লড়াইয়ের মঞ্চে।

প্রথম লেগে এসি মিলানের মাঠে ২-০ গোলে জিতে ফাইনাল একপ্রকার নিশ্চিতই করে রেখেছিল ইন্টার। ঘরের মাঠে হলো শুধু আনুষ্ঠানিকতা। 

এদিন ম্যাচের শুরুর দিকে আক্রমণের চেয়ে রক্ষণে মনোযোগি ছিল ইনজাঘির শিষ্যরা। প্রথমার্ধে কয়েকটা সুযোগ পায় এসি মিলান। তবে স্বাগতিকদের চীনের প্রাচীর ভাঙতে পারেনি দলটি।

দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে যায় ইন্টার। এতে ফলও পায় তারা। ৭৪ মিনিটে রোমেলু লুকাকুর বাড়ানো বলে ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ। 

এ জয়ে ১৩ বছর পর ফাইনালে উঠলো ইন্টার মিলান। ২০০৯-১০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে ইন্টার। সেবারই নিজেদের তৃতীয় ও শেষ শিরোপা জিতেছিল দলটি

আগামী বুধবার রিয়াল মাদ্রিদ ও ম‍্যানচেস্টার সিটির ম‍্যাচের জয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম‍্যাচে খেলবে ইন্টার।

এএইচ