ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

গাজীপুর সিটিতে বৃহস্পতিবার ভোট, ব্যাপক প্রস্তুতি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৩ এএম, ২৪ মে ২০২৩ বুধবার

গাজীপুর সিটি কর্পোরেশনে আগামীকাল ইভিএম’এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, এর মধ্যে ৩৫১টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

৫টি কেন্দ্র থেকে ইভিএম’র নির্বাচনী সামগ্রী আজ সকাল সাড়ে দশটার দিকে বিতরণ শুরু হবে।

সাধারণ ওয়ার্ড ৫৭ ও সংরক্ষিত ওয়ার্ড ১৯টিতে ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন ভোটার ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন। 

মেয়র পদ ৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই নির্বাচনে প্রায় ১১ হাজার আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন থাকবে। থাকবে র‌্যাব ৩০ প্লাটন, বিজিপি ২০ প্লাটন । এছাড়া প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। 

এর বাইরে স্টাইকিং ফোসে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এএইচ