ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৭ ১৪৩১

ইসমাইল ম্যানশন সুপার মার্কেটে অভিযান, জারিমানা ও মামলা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১১ পিএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার

রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ইসমাইল ম্যানশন সুপার মার্কেট এর ৬টি দোকানে ভ্রাম্যাণ আদালতের অভিযান চালিয়ে দুইটি দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, সেইসাথে মামলাও দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশের সহযোগিতায় এই অভিযান চালায় বিএসটিআই এর একটি দল। 

অভিযানের সময় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য  যেমন গৌরী, চাঁদনি, নিউ ফেস, ড. রাসেল, ফেসফ্রেশ, নূর গোল্ড, ডিউ, ফ্রেশ এন্ড হোয়াইট, হোয়াইট ফেস ব্রান্ডের স্কীন ক্রিম বিক্রয় ও বাজারজাতকরণ এবং বিক্রয় ও বাজারজাত করার বিষয়ে মিথ্যা তথ্য প্রদানের অপরাধে  একটি দোকানকে ১ ০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরেকটি দোকানকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা। এ সময় অবৈধ স্কীন ক্রিম পণ্যসমূহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে উল্লিখিত আইনে সর্বমোট টাকা ৬০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
 
এসবি/