ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

ইউক্রেনের স্বাস্থ্যকেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭ এএম, ২৭ মে ২০২৩ শনিবার

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোর একটি ক্লিনিকে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ আরো ২৩ জন। 

সংবাদমাধ্যমগুলো বলছে, আহতদের ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে রাশিয়ার হামলা আরও তীব্র হয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ক্লিনিকের একটি ভিডিও পোস্ট করেছেন। এতে ওই ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্তবর্তী ভূখণ্ডে পরমাণু অস্ত্র পাঠানো শুরু করেছে রাশিয়া। বেলারুশ নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করছেন। 

তবে, পরমাণু অস্ত্র হস্তান্তরের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন তথ্য জানানো হয়নি।

এএইচ