ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

কক্সবাজার হোটেল-মোটেলের কর ফাঁকি, ভ্যাট কমিশনারকে তলব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৯ মে ২০২৩ সোমবার | আপডেট: ০১:০৪ পিএম, ২৯ মে ২০২৩ সোমবার

কক্সবাজারে হোটেল-মোটেল-রেঁস্তোরা জোনে কর ফাঁকির অভিযোগের ব্যাখ্যা দিতে ভ্যাট কমিশনারকে ১৮ জুন তলব করেছেন হাইকোর্ট।  

বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

একটি জাতীয় দৈনিকের সংবাদ নজরে আসলে স্বতঃপ্রনোদিত এ আদেশ দেন আদালত।  

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কর ফাঁকি দিয়ে হাজার কোটি টাকা মিলেমিশে লুটপাট করা হয়েছে কক্সবাজারের হোটেল মোটেল রেস্তোঁরা ব্যবসায়। দুদক ও গোয়েন্দা প্রতিবেদনেও উঠে এসেছে কর ফাঁকির বিষয়টি। 

উচ্চ আদালত ভ্যাট কমিশনারকে হাজিরের পাশাপাশি রুলও জারি করেন।

এএইচ