ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

যমুনায় মিললো অজ্ঞাত যুবকের মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ৪ জুন ২০২৩ রবিবার

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি নদীতে ভাসছিল।

রোববার দুপুরে মোহনপুর এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান, চৌহালী নৌ-পুলিশের ওসি ফারুক হোসেন ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে উজান হতে লাশটি ভেসে থানার জালালপুর ইউনিয়নের পাড়া মোহনপুরে আসলে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পরে নৌ ও থানা পুলিশ নদী হতে লাশটি উদ্ধার করে। 

পরে তা ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এএইচ