ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

রাজশাহীতে কাউন্সিলর প্রার্থীর মিছিলে ককটেল হামলার অভিযোগ

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫১ এএম, ১৮ জুন ২০২৩ রবিবার

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর প্রচার মিছিলে ককটেল হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ জুন) বিকালে নগরীর ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আসন্ন নির্বাচনের প্রার্থী মতিউর রহমান মতির নির্বাচনী প্রচার মিছিলে এই হামলা হয় বলে থানায় অভিযোগ করা হয়। 

নগরীর রাজপাড়া থানায় দায়ের করা অভিযোগে দাবি করা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহিরুল ইসলাম রুবেলের সমর্থকরা প্রচার মিছিলে হামলা চালিয়েছে। হামলায় মতির কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন। তাদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 এ ঘটনার প্রতিবাদে মতির সমর্থকরা নগরীর রাজপাড়া থানা ঘেরাও করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে থানায় পাল্টা অভিযোগ দিয়ে জহিরুল ইসলাম রুবেল দাবি করেছেন, মতির মিছিল থেকে আমার বাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়েছে। এ সময় আমি বাড়িতে ছিলাম। খবর পেয়ে আমার সমর্থকরা প্রতিবাদ মিছিল বের করে থানা ঘেরাও করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৫টার দিকে কাউন্সিলর প্রার্থী মতির নেতৃত্বে তার একটি নির্বাচনী প্রচার মিছিল নগরীর ভাটাপাড়া এলাকা থেকে শুরু হয়। মিছিলটি শ্রীরামপুরের দিকে যাওয়ার সময় চন্ডিপুর এলাকায় অপর প্রার্থী রুবেলের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় মিছিলকারীরা ছুটাছুটি শুরু করে। এক পর্যায়ে মতি ও রুবেল কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এ সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই পক্ষের অন্তত ১০ কর্মী-সমর্থক আহত হন। পরে কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী মতিউর রহমান অভিযোগ করে বলেন, ‘যুবলীগ কর্মী রুবেলের উপস্থিতিতে এ হামলা হয়েছে। গত কয়েকদিন থেকেই রুবেল আমাকে হত্যার হুমকি দিচ্ছেন। আমি রাজপাড়া থানায় দুটি সাধারণ ডায়েরি করেছি।’

জহিরুল ইসলাম রুবেল বলেন, ‘মতির মিছিল থেকে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। ঘটনার পর আমার কর্মী-সমর্থকেরা থানায় যায়। এরপর থানায় একটি অভিযোগ দিয়ে তারা চন্ডিপুর প্রেসক্লাব মাঠে অবস্থান করে। পরে মতির থানায় গিয়ে উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।’

রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মইনুল বাশার বলেন, ‘কাউন্সিলর প্রার্থী মতিউরের মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগ তুলে বেশকিছু নারী-পুরুষ থানায় এসেছিলেন। মতি থানায় অভিযোগ দিয়েছেন। আরেক প্রার্থী রুবেলও বলছেন, তার বাড়িতে বোমা হামলা হয়েছে। তিনিও থানায় অভিযোগ দিয়েছেন। আদৌ বোমা বা ককটেল ছিল কিনা, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।’ 

এএইচ