ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

ফরিদপুরে অর্নিদিষ্টকালের জন্য মিনিবাস ধর্মঘট

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ১৯ জুন ২০২৩ সোমবার

ফরিদপুরে মিনিবাস মালিক সমিতির সঙ্গে বাস শ্রমিকদের নানা দাবি নিয়ে জটিলতার কারণে অর্নিদিষ্টকালের জন্য মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখে শ্রমিকরা।  ফলে ফরিদপুরের সঙ্গে বিভিন্ন উপজেলায় যাতায়াতকারী মানুষ ভোগান্তিতে পড়েছেন। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে মিনিবাস মালিকদের সঙ্গে শ্রমিকদের দাবি নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। শ্রমিকদের নিয়োগপত্র, বেতন ভাতা বৃদ্ধিসহ নানা দাবি মেনে না নেওয়ায় শ্রমিকেরা বাস চলাচল বন্ধ রাখে। 

শ্রমিক নেতাদের দাবি, নিয়োগপত্রসহ যেসব দাবি করা হয়েছে মালিকপক্ষ না মানা পর্যন্ত মিনিবাস চলাচল বন্ধ রাখা হবে। 

তবে মিনিবাস মালিক নেতাদের দাবি, দ্রুতই আলোচনা করে সমস্যাটির সমাধান করা হবে।

এএইচ