ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

যুক্তরাষ্ট্রের পথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪১ পিএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার পর বিশ্বের তৃতীয় রাষ্ট্র নেতা হিসেবে এই রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন মোদি। 

বাংলাদেশ সময় বুধবার রাত ২টা নাগাদ তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেসে নামবেন। 

তিন দিনের এ সফরে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ, হোয়াইট হাউসে ডিনার ছাড়াও জাতিসংঘে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন মোদি। 

এছাড়া যুদ্ধবিমান ইঞ্জিন নির্মাণসহ বড় ধরনের দুটি চুক্তি হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, মোদির সফরে প্রাধান্য পেতে পারে বাংলাদেশ ইস্যুও।

এএইচ