ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

ঈদে ঘরমুখি মানুষ, মহাসড়ক ফাঁকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২ এএম, ২৪ জুন ২০২৩ শনিবার

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদে ঘরমুখি মানুষেরা যেতে শুরু করেছেন।

শনিবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ঈদে ঘরমুখো মানুষেরা ভিড় করছেন। 

মহাসড়ক ফাঁকা থাকায় ঘরমুখি মানুষেরা অনায়াসেই যেতে পারছেন গন্তব্যে। 

যাত্রীদের অভিযোগ, যাত্রা পথে তাদের কাছ হতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। অনেককে আবার জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যানে যেতে দেখা গেছে।

এএইচ