ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

রাশিয়ায় শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক প্রস্তুত: এরদোয়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬ এএম, ২৫ জুন ২০২৩ রবিবার

রাশিয়ায় চলমান সংকটে শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শনিবার (২৪ জুন) এ বিষয়ে এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। খবর আনাদলু এজেন্সি'র।

তুরস্কের প্রসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, এরদোয়ান সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন। এরদোয়ান আরও বলেন, রাশিয়ায় যে সমস্যা তৈরি হয়েছে তার শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক প্রস্তুত এবং তা যত দ্রুত সম্ভব করা হবে।

এদিকে মস্কো থেকে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন স্বাধীন সামরিক ও প্রতিরক্ষা বিশ্লেষক পাভেল ফেলগেনহাওয়ার বলেছেন, গত ২২ বছরের বেশি সময় ধরে রাশিয়ায় ক্ষমতায় রয়েছেন পুতিন। এত বড় সংকটে আগে কখনো পড়েননি তিনি। এখন দৃশ্যমান চ্যালেঞ্জের মুখে পুতিনের নেতৃত্ব। তাই আমি বিশ্বাস করি এখন তিনি তার জীবনের যুদ্ধ করবেন, যা খুবই মারাত্মক।

উল্লেখ্য, রাশিয়ায় বিদ্রোহ ঘোষণা করেছে দেশটির বেসরকারি ভাড়াটে ওয়াগনার বাহিনী। এতদিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করলেও এখন নিজ দেশের সেনাবাহিনীর বিরুদ্ধেই অবস্থান নিয়েছে তারা। এ নিয়ে রাশিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

কেআই//