ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

কংশ নদীতে নৌকা ডুবি, নিখোঁজ ৩ যাত্রী

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৭ এএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জামধলা বাজার-দুর্গাপুর উপজেলার মুচারবাড়ী ফেরীঘাট এলাকার কংশ নদীতে যাত্রীসহ নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে তিনজন যাত্রী নিখোঁজ হয়েছেন।

বুধবার বিকালে ২০-২৫ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনা ঘটে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) লুৎফুর রহমান জানান, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জামধলা বাজার ও দুর্গাপুর উপজেলার মুচারবাড়ী ফেরীঘাটে কংশ নদী দিয়ে দুই উপজেলার লোকজন নিয়মিত যাতায়াত করে। বুধবার পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের জামতলা বাজারের সাপ্তাহিক হাটের দিন ছিল। এ উপলক্ষ্যে বিকাল সাড়ে ৫টার দিকে মুচারবাড়ী ফেরীঘাট থেকে প্রায় ২০-২৫ জন লোক নিয়ে জামধলা বাজারের দিকে ইঞ্জিনচালিত নৌকাটি রওনা হয়ে কংশ নদীর মাঝখানে পৌঁছা মাত্রই প্রচণ্ড স্রোতে নৌকাটি ডুবে যায়।

স্থানীয় লোকজনের সহায়তায় নৌকার ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে তীরে উঠে আসা যাত্রীদের দাবি এখনও তাদের ৩ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

খবর পেয়ে নেত্রকোনা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে নিখোঁজদের উদ্ধার চেষ্টা চালাচ্ছে।  

এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে স্থানীয়দের বরাত দিয়ে তিনি নৌকা ডুবির কথা স্বীকার করেন। তিনি বলেন, নৌকার বেশির ভাগ যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও এখনও তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন।

এএইচ