ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩০ ১৪৩১

মাগুরায় আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষ, দুই পুলিশসহ আহত ৭

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ১০ জুলাই ২০২৩ সোমবার

মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের  দু’গ্রুপের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ সাত জন আহত হয়েছে। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ জুন) বিকালে জাগলা গ্রামে সংঘর্ষ ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার জগদল ইউনিয়নের জাগলা গ্রামে রফিক চেয়ারম্যান ও জাহাঙ্গীরের মধ্যে দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর সুত্র ধরে রোববার বিকালে রফিক চেয়ারম্যানের সমর্থক নওশের তার বাড়ির সমনে পেয়ে জাহাঙ্গীরের সমর্থক নায়েব আলীকে মারধর করে। 

এ সংবাদ ছড়িয়ে পড়লে উভয় দলের সমর্থকরা দেশীয় অস্ত্রসস্ত্রে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। 

এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্য সবুজ সিংহ ও  শিমুলসহ উভয়পক্ষের মেহরাব হোসেন, মহসিন, এনামুল বিশ্বাস, রওশন বিশ্বাসকে রোববার রাত ১০টার দিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত শাকিলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। 

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করা হয়েছে।

এএইচ