ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আরসার শীর্ষ নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৬ এএম, ১০ জুলাই ২০২৩ সোমবার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মিয়ানমারের আরসা সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষনেতা মো: হুসেন মাঝি নিহত হয়েছে।

রোববার ভোররাতে কক্সবাজার উখিয়ার ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএন পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এসময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানান, ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবরে এপিবিএন পুলিশ একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় তারা (আরসা) পুলিশের উপর লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্ম রক্ষার্থে গুলি চালায়। 

এ সময় একজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে নিহত ব্যক্তি আরসার শীর্ষ সন্ত্রাসী বলে শনাক্ত করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। 

 এ  অভিযান চলমান আছে, অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে জানান এপিবিএন কর্মকর্তা।

এর আগে শুক্রবার ভোরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলিতে পাঁচ রোহিঙ্গা নিহতের ঘটনা ঘটে। তারা সবাই আরসা সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

এএইচ