ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

গ্রামীণ কল্যাণের ১০৬ শ্রমিককে লভ্যাংশ দেয়ার রায় বহাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০৯ পিএম, ১০ জুলাই ২০২৩ সোমবার

ড. ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের ১শ’ ৬ শ্রমিককে লভ্যাংশ দেয়ার রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টকে ২ মাসের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে লভ্যাংশ দিতে রায়ের ওপর স্থিতিবস্থা বজায় রাখতে হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন চেম্বার আদালত। 

ডক্টর ইউনূসের মালিকানাধীন এ প্রতিষ্ঠানের চাকরিচ্যুত ১শ’ ৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দিতে শ্রম আপিল ট্রাইব্যুনাল রায় দিয়েছিলেন। পরে ইউনূসের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৩০ মে ওই রায়ের ওপর ৬ মাস স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। 

একইসঙ্গে ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দিতে শ্রম আপিল ট্রাইব্যুনালের রায় কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। 

এএইচ