ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

রাজবাড়ীতে পদ্মায় পানি বেড়ে নতুন এলাকা প্লাবিত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১৫ জুলাই ২০২৩ শনিবার

প্রতিদিনই রাজবাড়ীর পদ্মায় পানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় পদ্মায় ২২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে।

পদ্মার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে গত ২৪ ঘন্টায় ২২ সে.মি. পানি বৃদ্ধি পেয়ে প্রবাহিত হচ্ছে ৭.০৮ সে.মি. উপর দিয়ে।

এতে এসব এলাকার সাধারণ মানুষের চলাচল কষ্টদায়ক হয়ে পড়েছে।

এ অঞ্চলের আবাদী আমন ধান, ধানের বীজতল ও পাট ক্ষেতে পানিতে প্লাবিত হচ্ছে। ফসলী ক্ষেত তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাবার সংকট দেখা দিয়েছে।

আবাদী ফসলী ক্ষেতে পানি ওঠায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষক। এসময় ফসলের ক্ষতি হলে মারাত্মক লোকসানের মধ্যে পড়বেন বলে জানান তারা।

এভাবে পানি বাড়তে থাকলে রাজবাড়ীতে বন্যার আশঙ্কা রয়েছে বলে মনে করেন কর্তৃপক্ষ।

এএইচ