ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

জাহাঙ্গীরের রিট খারিজ, ফাঁসি কার্যকরে বাধা নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার

রাবি অধ্যাপক তাহের হত্যা মামলায় ফাঁসি স্থগিত চেয়ে জাহাঙ্গীরের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। জাহাঙ্গীরের ফাঁসি কার্যকরে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। 

সোমবার বিচারপতি ভিষ্মদেব চক্রবর্তির নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 

আদেশে হাইকোর্ট সরাসরি আবেদনটি খারিজ করে দেন। 

আইনজীবী জানান, মামলাটি আপিল বিভাগ থেকে চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে, ফাঁসির আদেশ আছে ফলে হাইকোর্ট এখানে শুনার এখতিয়ার রাখেন না। আদালত অবমাননাকর বলেও মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নওরোজ রাসেল। 

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাবি শিক্ষকদের আবাসিক কোয়ার্টারের বাসা থেকে নিখোঁজ হন অধ্যাপক তাহের। পরদিন বাসার পেছনের ম্যানহোল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি অধ্যাপক তাহেরের ছেলে সানজিদ আলভি আহমেদ হত্যা মামলা করেন। এ মামলায় দু’জনের মৃত্যুদণ্ড, জাহাঙ্গীরের ভাই নাজমুল হোসেন ও শ্যালক আব্দুস সালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত। 

তবে খালাস পেয়েছেন রাবি শাখা ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি মাহবুবুল আলম সালেহী।

এএইচ