ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

 টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৯ এএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার

টাঙ্গাইলের মধুপুরে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। 

ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল চারটায় বন এলাকার ফুলবাগচালা ইউনিয়নের হাগুড়াকুড়ি গ্রামে। 

নিহত শিশুরা হলো হাগুড়াকুড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে আকাশ (৬), হারুন অর রশিদের ছেলে নাইম (৪) ও শোলাকুড়ি গ্রামের আল আমিনের ছেলে সোহানুর রহমান সোহান। 

স্থানীয়রা জানান, তিন শিশু এক সঙ্গে দুপুরে খেলতেছিল। খেলার এক পর্যায়ে তারা সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে নেমে পড়ে। তিন শিশুকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করে হন্যে হয়ে পড়ে। 

খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয়রা তিন শিশুকে পুকুরে ভাসতে দেখে তাদের মরদেহ উদ্ধার করে।  

এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে।

এএইচ