ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

৪৩ ঘন্টায় হত্যা মামলার চার্জশীটের ঘটনা ফের তদন্তের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার

৪৩ ঘন্টায় হত্যা মামলার চার্জশীটের ঘটনা আবারও তদন্ত করে ২৫ জুলাই পিবিআইকে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন আজ এ আদেশ দেন। 

মানিকগঞ্জের আমেনা হ্যাচারিতে খুনের মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় পিবিআইকে। উচ্চ আদালতের যে বেঞ্চ এই নির্দেশনা দিয়েছিল সেই বেঞ্চেরই জ্যেষ্ঠ বিচারপতিকে ফোন করেন একজন পুলিশ কর্মকর্তা। 

আজ হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ জানায়, সে ঘটনায় ক্ষমা চেয়েছেন পুলিশ কর্মকর্তা। 

এদিকে ৪৩ ঘণ্টায় যে তদন্ত শেষ করা হয়েছে, সেটি ত্রুটিপূর্ণ উল্লেখ করে পিবিআইকে দায়িত্ব দেয় হাইকোর্ট। কিন্তু সেই প্রতিবেদনেও সন্তুষ্ট না হয়ে আগামী মঙ্গলবার আবারও জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

এএইচ