ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

বিজেসি গ্রিনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে একুশে টেলিভিশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০২:০৫ পিএম, ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

বিজেসি গ্রিনকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে একুশে টেলিভিশন।

 ‍বৃহস্পতিবার সকালে এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষ দলকে চাপে রাখে ইটিভি। একের পর এক সুযোগ পেলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে কাঙ্খিত গোল পায়নি তারা। 

বিরতির পর শুরুতে আচমকা গোল হজম করে ইটিভি। পিছিয়ে পরে খেলার ধার আরও বাড়ায় একুশে টেলিভিশনের ফুটবল দল। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে অধিনায়ক দেবাশীষ রায়ের কর্নার থেকে দলকে সমতায় ফেরান আতিকুর রহমান। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। 

সেখানে পাঁচটি শটের মধ্যে বিজেসি গ্রিনের খেলোয়াড়রা লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি অন্যদিকে মানিক শিকদার ও আতিকুরের দুটি সফল স্পটকিকে কাঙ্খিত জয় পেয়ে যায় একুশে টেলিভিশন। ম্যাচসেরা হয়েছেন আতিকুর রহমান।

ম্যান অব দা ম্যাচ পুরস্কার নিচ্ছেন আতিকুর রহমান ও ম্যাচ জয়ের শুভেচ্ছা পুরস্কার নিচ্ছেন অধিনায়ক দেবাশীষ রায়

টুর্নামেন্টে ২৪টি টেলিভিশন স্টেশন অংশগ্রহণ করছে। স্টেশনগুলো হচ্ছে-এশিয়ান টিভি, এটিএন বাংলা, এটিএন নিউজ, বাংলাভিশন, বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল আই, চ্যানেল 24, ডিবিসি, দেশ টিভি, দীপ্ত টিভি, একাত্তর টিভি, এখন টিভি, একুশে টেলিভিশন, গাজী টিভি, ইনডিপেনডেন্ট টিভি, যমুনা টিভি, মাছরাঙা টেলিভিশন, মোহনা টিভি, নাগরিক টিভি, নেক্সাস টিভি, নিউজ 24, আরটিভি, সময় টিভি ও এসএ টিভি। হাউজবিহীন সদস্যদের নিয়ে গঠিত দলটির নাম বিজেসি গ্রিন। 

২৫টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি দলে খেলোয়ারের সংখ্যা ৬ জন। শুধুমাত্র বিজেসি সদস্যরাই এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে। প্রতিটি ম্যাচ হবে ২০ মিনিট করে। পুরো টুর্নামেন্ট হবে নকআউট পদ্ধতিতে। চারদিনব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ জুলাই।

প্রতিটি দলের জন্যে থাকছে পৃথক রং ও ডিজাইনের জার্সি। টুর্নামেন্টের জার্সির ডিজাইন করেছেন দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার - মেহেরুন রুনীর একমাত্র সন্তান মাহির সারওয়ার মেঘ। 

এএইচ